ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

‘মার্কিন জাহাজকে কখনো ইরানি পানিসীমায় ঢুকতে দেব না’

প্রকাশিত : ১০:১১, ২৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১০:১১, ২৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন জাহাজকে ইরানি পানিসীমায় ঢোকার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর উপ প্রধান সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি।তিনি জোর দিয়ে বলেছেন, আমেরিকার যেকোনো তৎপরতার জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের বাহিনী।

দীর্ঘদিন অনুপস্থিতিরি পর পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জন সি স্টেইনিসের ফিরে আসা সম্পর্কে সাংবাদিক প্রশ্নের জবাবে অ্যাডমিরাল সাইয়্যারি এসব কথা বলেন। গত শুক্রবার জাহাজটি পারস্য উপসাগরে পৌঁছায়।

ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার সাহস আমেরিকার নেই বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী ও ইরানের সেনাবাহিনীর জবাব হবে, তারা কখনো মার্কিন জাহাজকে ইরানি পানিসীমার কাছে আসতে দেবে না।’

ইরানের এ সামরিক কর্মকর্তা বলেন, ‘ইউএসএস জন সি স্টেইনিসের উপস্থিতি ইরানের কাছে গুরুত্বহীন। এসব জাহাজ আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না কারণ আমরা অনেক বেশি প্রস্তুত এবং এ ধরনের চটকদার প্রচারণার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের সক্ষমতা অনেক বেশি।’

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/  

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি