ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

‘ভেনিজুয়েলার ব্যাপারে মার্কিন গতিবিধি উদ্বেগজনক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ১৭ জানুয়ারি ২০১৯

মার্কিন সরকার ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের যে ইঙ্গিত দিয়েছে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ল্যাটিন আমেরিকার এই দেশটির সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর আলোচনা ভণ্ডুল করার চেষ্টা করছে ওয়াশিংটন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী মস্কোয় তার বার্ষিক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপ সংক্রান্ত কথাবার্তার আভাস পাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরোকে নয় বরং দেশটির পার্লামেন্টের কোনো প্রতিনিধিকে স্বীকৃতি দিতে চায়। এসব কথাবার্তা অত্যন্ত উদ্বেগজনক।’
সের্গেই ল্যাভরভ বলেন, ভেনিজুয়েলার ব্যাপারে এসব গতিবিধি প্রমাণ করে, আমেরিকা বিশ্বের যেসব সরকারকে অপছন্দ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অব্যাহত রেখেছে ওয়াশিংটন।
বিশ্বের সর্ববৃহৎ তেলের মজুদ থাকা সত্ত্বেও গত কয়েক বছর ধরে কঠিন অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে ভেনিজুয়েলাকে।  সাম্প্রতিক সময়ে দেশটির সাধারণ মানুষকে সীমান্ত পাড়ি দিয়ে কলম্বিয়া থেকে খাদ্যসহ অন্যান্য জরুরি সামগ্রী সংগ্রহ করতে দেখা গেছে।
দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই পরিস্থিতির জন্য আমেরিকাকে দায়ী করে বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করার কারণে ওয়াশিংটন তার সরকারের পতন ঘটাতে এই অর্থনৈতিক দুরবস্থা চাপিয়ে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর হুমকি দিয়ে বলেছিলেন, ভেনিজুয়েলার চলমান সংকট নিরসনের লক্ষ্যে তিনি দেশটিতে ‘সামরিক হস্তক্ষেপ’র সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না।
সূত্র : পার্সটুডে
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি