ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত

প্রকাশিত : ১৫:২২, ১০ মার্চ ২০১৯ | আপডেট: ১৭:০৩, ১০ মার্চ ২০১৯

১৫৭ যাত্রী ও ক্রু নিয়ে ইথিওপিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়া যাওয়ার পথে  এ বিমান বিধ্বস্ত হয়।

ইথিওপিয়ার বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার স্থানসহ আশপাশের এলাকায় উদ্ধার অভিযান চলছে বলেও জানায় তারা। 

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনীর সদস্যদেরকে নির্দেশ দেওয়ার কথাও জানানো হয়।  

বিমান কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, ‘বোয়িং ৭৩৭ বিমানটি ১৪৯ যাত্রী ও আটজন ক্রু নিয়ে আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।’

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ গভীর দুঃখ প্রকাশ করেছেন। এক টুইটে তিনি বলেন, ‘এই বিমান দুর্ঘটনায় যেসব পরিবার তাদের আপনজন হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তথ্যসূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি