ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

ব্রিটিশ পার্লামেন্টের আজব যত রীতিনীতি

প্রকাশিত : ২২:০৬, ২৯ মার্চ ২০১৯

ব্রেক্সিট বিতর্কের কারণে বিশ্বের অনেক কৌতুহলী মানুষের নজর এখন ব্রিটিশ পার্লামেন্টের দিকে।

লন্ডনে টেমস নদীর তীরের বিশ্ববিখ্যাত ওয়েস্টমিনস্টার প্রাসাদে বসে ব্রিটিশ পার্লামেন্ট। এটি হচ্ছে বিশ্বের অন্যতম প্রাচীন পার্লামেন্ট।

কিন্তু এর এমন কিছু রীতিনীতি আছে - যা বাইরের লোকের চোখে একেবারেই আজব বলে মনে হবে। কিন্তু ব্রিটিশরা এসব অদ্ভূত নিয়মকানুনকেই ভীষণ গুরুত্বের সাথে নিয়ে থাকে।

এখানে স্পিকার নির্বাচিত হবার পর তাকে টেনে নিয়ে গিয়ে তার চেয়ারে বসিয়ে দেয়া হয়। সরকার আর বিরোধীদলের আসনের দূরত্ব মাপা হয় তলোয়ারের দৈর্ঘ্য দিয়ে। আইন লিপিবদ্ধ করতে ব্যবহার করা হয় পশুর চামড়া।

সূত্র-বিবিসি

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি