ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশিত : ১৪:১৮, ১৮ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৫:৪৭, ১৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.০। এতে বিভিন্ন ভবন কেঁপে ওঠে এবং যানবাহন চলাচল বিঘ্নিত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। 

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভূমিকম্পে রাজধানী তাইপেতে উঁচু বিভিন্ন ভবন জোরে কেঁপে ওঠে। এদিকে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় ইলান কাউন্টিতে ভূমিকম্পে আতংকিত হয়ে পড়া অনেক শিক্ষার্থী তাদের শ্রেণীকক্ষ থেকে দ্রুত বেরিয়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভূমিকম্পটি পুরো দ্বীপরাষ্ট্রে অনুভূত হয়। ভূমিকম্পের ফলে সৃষ্ট পাথর ধসের কারণে ইলান ও হুয়ালিয়েনকে সংযুক্ত করা একটি মহাসড়ক বন্ধ করে দেয়া হয়।

ভূমিকম্পটি তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টির ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে স্থানীয় সময় বেলা ১টা ১মিনিটে আঘাত হানে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এদিকে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.১।

সূত্র : এএফপি

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি