ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

কালকের ভোটেও নজরবন্দি অনুব্রত

প্রকাশিত : ২১:৪৭, ২৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বিধানসভার মতোই লোকসভা ভোটেও অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করলো নির্বাচন কমিশন। আগামীকাল সোমবার চতুর্থ দফার ভোটের ১২ ঘণ্টা আগে সন্ধে ছ’টা থেকেই তাঁকে নজরবন্দি করল কমিশন। অর্থাৎ রোববার সন্ধে ছ’টা থেকে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হবে না। করা হবে ভিডিয়োগ্রাফিও।

তাঁর সঙ্গে রয়েছেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যদিও বীরভূম জেলা তৃণমূলের সভাপতি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, নজরবন্দি করলেও তাঁর কিছু যায় আসে না।

কমিশন জানিয়েছে, শুধু ভোটগ্রহণই নয়, কার্যত পুরো ভোট প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্তই তাঁকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হবে। সেই সময় শুরু হয়েছে আজ সন্ধে ছ’টা থেকে। শেষ হবে মঙ্গলবার সকাল সাতটায়।

তথ্যসূত্র: আনন্দবাজার।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি