ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

এবার বোরকা নিষিদ্ধ হলো শ্রীলংকায়

প্রকাশিত : ১২:০৭, ২৯ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:১০, ২৯ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে চালানো বোমা হামলার পর এবার বোরকা, নিকাবসহ মুখ ঢেকে রাখে এমন  পোশাক নিষিদ্ধ করেছে দেশটির সরকার। এবিষয় ইতোমধ্যে গণমাধ্যমে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

রোববার এক জরুরি আইনে এই নিষেধাজ্ঞা জারি করেন দেশটির প্রেসিডেন্ট মৈত্রীপালা শিরিসেনা। ইস্টার সানডের দিন শ্রীলংকায় সিরিজ বোমা হামলা ২৫৩ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর এ ঘোষণা এলো। খবর ইন্ডিপেনডেন্টের

প্রেসিডেন্টের অফিসিয়াল সংবাদ বিবৃতিতে উল্লেখ্য করা হয়েছে, যে কোনো পোশাক যা মুখ শনাক্তকরণে বাধার সৃষ্টি করে তা নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করা হবে এবং ইসলাম ধর্মের নেতাদের সঙ্গে বৈঠক করবে শ্রীলংকার সরকার।

এছাড়া হামলার এক সপ্তাহ পরও নিরাপত্তার স্বার্থে ক্যাথলিক গির্জা বন্ধ রেখেছে সরকার।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ইস্টার সানডের প্রার্থনা অনুষ্ঠান চলাকালে শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে চালানো বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত হন। রাজধানী কলম্বো, অদূরের নেগম্বো ও পূর্বাঞ্চলীয় প্রদেশ বাত্তিকোলার হামলায় আহত হন অন্তত ৫০০ মানুষ। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি