ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ঘূর্ণিঝড় ফণীর আতঙ্কে কাঁপছে ভারতের ৩ রাজ্য

প্রকাশিত : ১২:৩৫, ২ মে ২০১৯ | আপডেট: ১২:৩৭, ২ মে ২০১৯

Ekushey Television Ltd.

তীব্র ঝড় ও প্রবল বৃষ্টির কথা মাথায় রেখে ভারতের ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তি এলাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ১০৩টি ট্রেন বাতিল ও ২টি ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দিয়েছে রেল।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ওড়িশার ১৯ জেলাসহ অন্ধ্র ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বেশ কয়েকটি জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফনি।

বুধবার মধ্যরাতে পুরী থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ফণী। সেটি ক্রমে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যেই পর্যটকদের পুরী ছাড়ার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।

আগামীকাল শুক্রবার দুপুরের দিকে পুরীতে পৌঁছাতে পারে ফণী। ঝড়ের গতি হতে পারে ২০০ কিলোমিটারের কাছাকাছি। এর প্রভাবে প্রবল বৃষ্টি হতে পারে ওড়িশার ১৯ জেলায়। তবে ওড়িশার গজপতি, গঞ্জাম, পুরী, কেন্দ্রপাড়া, কোরাপুট, রায়গাড়া, কান্দামাল জেলায় আজ বৃহস্পতিবার থেকেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ত্রাণ ও উদ্ধারকার্যের কথা মাথায় রেখে তৈরি রয়েছে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী। এছাড়াও ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।

সূত্র: জি নিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি