ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

‘ভারতকে বিপদ ভাবে পাকিস্তান’ 

প্রকাশিত : ১০:৩২, ৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

ভারতকে পাকিস্তান তাদের ‘অস্তিত্ব সঙ্কটে’র কারণ হিসেবে মনে করে বলে মন্তব্য করেছেন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র প্রাক্তন ভারপ্রাপ্ত অধিকর্তা মাইকেল মোরেল। সেই আতঙ্ক থেকেই জঙ্গিগোষ্ঠীগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসলামাবাদ।

সম্প্রতি অনলাইন সম্প্রচারে মোরেল সবিস্তার ভারত-পাক সম্পর্ক এবং জঙ্গিগোষ্ঠীগুলোর ভূমিকার কথা উল্লেখ করেছেন। পাকিস্তানকে একটি ‘ভয়ঙ্কর দেশ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য জঙ্গি গোষ্ঠীগুলিকে তৈরি করেছে পাকিস্তান।

মোরেলের কথায়, ‘‘ওই জঙ্গিগোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা যে অসম্ভব তা পাকিস্তান বুঝতে পারছে না। ওই জঙ্গিরাই তাদের এক দিন আঘাত করবে। দিনের শেষে আমি মনে করি, পাকিস্তান সম্ভবত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দেশ।’’

পাকিস্তানের অ্যাবটাবাদে ওসামা বিন লাদেনের ডেরায় মার্কিন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মোরেলের। পাকিস্তানের অর্থনীতি, শিক্ষা ও সামাজিক অবস্থার সমালোচনা করে মোরেল বলেন, ‘‘পাকিস্তান মনে করে, ভবিষ্যতে ভারত তাদের বিপদের কারণ হতে পারে।”

তাই নিজেদের রক্ষার জন্য সেনাবাহিনীকে শক্তিশালী করছে এবং নির্বাচিত সরকারকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি