ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিজেপির রাজনীতি ধ্বংসাত্মক: প্রিয়াঙ্কা গান্ধী

প্রকাশিত : ১৩:১০, ৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

বিজেপি রাজনীতি নেতিবাচক, ধ্বংসাত্মক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার সন্ধ্যায় এক বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

প্রিয়াঙ্কা বলেন, ‘বিজেপির দেওয়া সব প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হয়েছে। বিজেপি সরকার প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেয়া, বছরে দু’কোটি বেকারের কর্মসংস্থান, কৃষকের আয় দ্বিগুণ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এসবের কিছুই বাস্তবায়িত হয়নি।’

তিনি বলেন, ‘কৃষকরা অনেক কষ্টের মধ্যে আছেন, তারা তাদের ফসলের উৎপাদনের জন্য প্রয়োজনীয় অর্থ পাচ্ছেন না। এখানে (উত্তর প্রদেশ) বেওয়ারিশ পশুর সমস্যা রয়েছে। সারা রাত জেগে কৃষকদের মাঠের ফসল পাহারা দিতে হয়।’

প্রিয়াঙ্কা বলেন, ‘যখন আপনি জনসাধারণের প্রত্যাশা ভঙ্গ করবেন তো এটা স্বাভাবিক যে মানুষ ক্ষুব্ধ হবেন এবং এখানে আমি এটাই বলছি। আমি তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছি এবং তাদের কথাই বলছি। যখন আমি কোনো গ্রামে বা কারও বাসায় যাই, সেখানকার লোকেরা এসব কথাই বলেন।

বিজেপি গত পাঁচ বছরে এমন পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে যে দেশের বারো হাজার কৃষক আত্মহত্যা করেছে। এই সরকার জাতীয়তাবাদের কথা বলার জন্য নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। এই দেশ কৃষকরা তৈরি করেছেন। তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে। তরুণদের কণ্ঠরোধ করা হচ্ছে।

ছাত্রদের মারধর করা হচ্ছে। সরকারের বিরুদ্ধে যিনিই কথা বলুন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা কী ধরণের জাতীয়তাবাদ? জনগণের শক্তি অনুধাবন করা জাতীয়তাবাদ। তাদের কণ্ঠ হয়ে ওঠা জাতীয়তাবাদ, কণ্ঠরোধ করা জাতীয়তাবাদ নয়।’

বিজেপির সমালোচনা করে প্রিয়াঙ্কা বলেন, ‘কেবল আমার বিরুদ্ধেই নয়, ওদের গোটা প্রচারণাই নেতিবাচক। ওদের রাজনীতিও নেতিবাচক। বিজেপির রাজনীতি ধ্বংসাত্মক ও নিষ্ঠুরতার।’ ওরা ইতিবাচক কিছু করতে পারে না কারণ ওরা কোনো কাজই করেনি বলেও প্রিয়াঙ্কা গান্ধী মন্তব্য করেন।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি