ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে দুই ছাত্রের গুলিতে সহপাঠী নিহত

প্রকাশিত : ১২:১০, ৮ মে ২০১৯ | আপডেট: ১২:৪১, ৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ডেনভারের হাইল্যান্ড র‌্যাঞ্চ এলাকায় দুই ছাত্রের গুলিতে তাদেরই এক সহপাঠী নিহত হয়েছে।

মঙ্গলবার ওই এলাকার সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ (এসটিইএম) স্কুলে এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় সন্দেহভাজন ওই দুই ছাত্রকে আটক করা হয়েছে। খবর রয়টার্সের।

ডগলাস কাউন্টি শেরিফ টনি স্প্রারলক জানিয়েছেন,  ঘটনাস্থলেই ১৮ বছর বয়সী এক ছাত্রের মৃত্যু হয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।

তিনি বলেন, দুই জন হেঁটে এসটিইএম স্কুলের ভেতরে প্রবেশ করে দুই জায়গায় শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করে।

এক  সাক্ষাৎকারে স্পারলক জানান, দুই সন্দেহভাজনের কাছে দুটি পিস্তল ছিল এবং তারা দুটি ক্লাসরুমে গুলি ছুড়েছে। এদের একজন পূর্ণবয়স্ক ও অপরজনের বয়স ১৮ বছরের নিচে। স্কুলটিতে কিন্ডারগার্টেন থেকে ১২ গ্রেড পর্যন্ত ক্লাস নেওয়া হয়।

আই/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি