ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রকাশিত : ১৪:১৫, ১৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের উত্তর প্রদেশের লখনউ-আগ্রা মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

 শনিবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

জানা যায়, বাসটি যাত্রী নিয়ে দিল্লি থেকে বিহারের দিকে যাচ্ছিল। এসময় দেভখারি গ্রামের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের একটি ট্রাক্টর ট্রলিকে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়।

এতে ৫ জন নিহত ও ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত  মাসে উত্তর প্রদেশের মইনপুরীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত ও ৩৪ জন গুরুতর আহত হয়েছিলেন।

আই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি