ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী

প্রকাশিত : ১৩:৪৫, ১ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের  চেয়ারপারসন নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী। আজ শনিবার (১ জুন) দলের নব নির্বাচিত সাংসদরা নেতা  বাছতে বৈঠকে  বসেন। সেখানেই  চেয়ারপারসন হিসেবে সোনিয়ার নাম চূড়ান্ত করা হয়। তিনিই ঠিক করবেন সংসদে কংগ্রেসের দলনেতা কে  হবেন?

বৈঠকে দেশেটির প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং  সোনিয়ার নাম নেতা  হিসেবে  প্রস্তাব করেন। দলের নেতারা সেই প্রস্তাবে  রাজি হয়ে যান।

গত ৫ বছর এই দায়িত্ব সামলেছেন কর্নাটকের নেতা মল্লিকার্জুন খাড়গে। এবার তিনিও জিততে পারেননি।

নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও এবারও কংগ্রেসের বিরোধী দলনেতার পদ পাওয়া নিয়ে সংশয় রয়েছে। যে  পরিমাণ আসন পেলে বিরোধী দলনেতার পদ পাওয়া যায় তার থেকে কংগ্রেসের তিনটি আসন কম আছে।

গতবার কংগ্রেসের সাংসদ সংখ্যা ছিল  ৪৪। আর তাই তারা বিরোধী দলনেতার পদ পায়নি। এবারও পরিস্থিতি প্রায় সেরকম।

সংসদীয় দলের  বৈঠকে সোনিয়া কংগ্রেসকে ভোট দেওয়া ১২. ১৩ কোটি ভোটারকে  ধন্যবাদ জানান। ভোটারদের পাশাপাশি ছেলে  রাহুলকেও ধন্যবাদ জানান  মা।

নির্বাচনের সময় রাত দিন এক করে  যেভাবে কংগ্রেস সভাপতি মোদী সরকারের সমালোচনা করেছেন, যেভাবে সমাজের সমস্ত  অংশের মানুষের সমস্যা নিয়ে সরব হয়েছেন তা প্রশংসাযোগ্য  বলেই মনে করেন সোনিয়া।

তথ্যসূত্র: এনডিটিভি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি