ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

আমেরিকা-চীন সম্ভাব্য যুদ্ধ ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করবে: বেইজিং

প্রকাশিত : ০৯:২৫, ৩ জুন ২০১৯ | আপডেট: ১০:৩০, ৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংগে বলেন, বেইজিং ‘যেকোনো মূল্যে’ দক্ষিণ চীন সাগর ও স্বায়ত্বশাসিত তাইওয়ানের ওপর নিজের সার্বভৌমত্ব রক্ষা করবে।

রোববার সিঙ্গাপুরে এক সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি আমেরিকার সঙ্গে চীনের সম্ভাব্য যুদ্ধ ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন। খবর পার্সটুডের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাম্প্রতিক সময়ে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী পক্ষগুলোর প্রতি সমর্থন জোরদার করেছে। এ ছাড়া, চীনা মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদাকারী তাইওয়ান প্রণালিতে মার্কিন নৌবাহিনী টহল বাড়িয়েছে যা বেইজিংকে ক্ষুব্ধ করে তুলেছে।

চীনা প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, তাইওয়ানে কেউ হস্তক্ষেপ করতে চাইলে বেইজিং তার বিরুদ্ধে ‘শেষ পর্যন্ত লড়াই করবে। ’ তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে ওয়েই বলেন, হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে বলপ্রয়োগ করে হলেও তাওয়ানকে পুনরুদ্ধার করবে চীন।

চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত হতেই হবে। কেউ যদি তাইয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করতে চায় তাহলে ‘সর্বশক্তি দিয়ে’ লড়াই করা ছাড়া বেইজিংয়ের সামনে আর কোনো পথ থাকবে না।

এমএইচ/এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি