ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বিজেপি না করায় গৃহবধূকে মারধর, শিশুর মৃত্যু

প্রকাশিত : ১৩:৫০, ৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

বিজেপি করার জন্য গৃহবধুকে পরিবার থেকে চাপ দেওয়া হতো। তা না করাতেই তাকে মারধর করা হয়। মারের কারণে তার দুই মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

রোববার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের শ্রীকৃষ্ণপুরের ক্যাওসা কলোনিতে।

এ নিয়ে গুরুতর অভিযোগ এনেছেন গৃহবধু শিখা গঙ্গোপাধ্যায়। তার অভিযোগ, বিজেপি করার জন্য পরিবার থেকে তার ওপরে চাপ দেওয়া হতো। তা না করাতেই তাকে মারধর করা হয়।

এদিন বাড়িতে বসে দুই বছরের সন্তানকে দুধ খাওয়াচ্ছিলেন শিখা। সে সময় তার ওপরে চড়াও হন ভাসুর সুশান্ত গঙ্গোপাধ্যায়, ননদ শিপ্রা শর্মা ও রিনা মন্ডল, ভাসুরের ছেলে সৌভিক গঙ্গোপাধ্যায় ও শাশুড়ি কমলা গঙ্গোপাধ্যায়।

মারধর করা হয় শিখাকে। সেই সময় আঘাত লাগে শিশুটির গায়ে। তার পরেই অসুস্থ হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

উঠান ঝাড়ু দেওয়া নিয়ে সমস্যার সূত্রপাত। দেরিতে ঝাড়ু দেওয়া নিয়ে ঝগড়া শুরু হয় শিখার সঙ্গে পরিবারের অন্যান্যদের। তবে শিখার অভিযোগ গোটা পরিবারের আক্রোশের মূল কারণ তার বিজেপিকে সমর্থন না করা।

এ নিয়ে তিনি অশোকনগর থানায় অভিযোগ করেন। পুলিশ ইতোমধ্যে সুশান্ত গাঙ্গুলীকে আটক করেছে। সুশান্ত গাঙ্গুলী বিজেপির কর্মী হিসেবে পরিচিত। অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানা তদন্ত শুরু করেছে।

জি নিউজ অবলম্বনে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি