ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি গ্রেফতার

প্রকাশিত : ২০:০৩, ১০ জুন ২০১৯ | আপডেট: ২২:২৩, ১০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১০ জুন) দেশটির হাইকোর্ট তার আগাম জামিন আবেদন খারিজ করে দেওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

ভুয়া অ্যাকাউন্ট এর মাধ্যমে দেশের বাহিরে টাকা পাঠানোর অভিযোগে সোমবারই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কমিশনের পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। এরপর তার বাড়িতে অভিযান চালায় দুর্নীতিদমন শাখার একটি দল। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, তাঁর বোন ফারিয়াল তালপুরকে এখনও গ্রেফতার করা হয়নি।

পাকিস্তানি কর্মকর্তারা জানান, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ১৫ কোটি রুপি অর্থ লেনদেন করেছেন আসিফ আলি জারদারি এবং তার বোন। ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিলিয়ন পরিমাণ অর্থ তছরূপ সংক্রান্ত পাকিস্তান সুপ্রিম কোর্টে একটি মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো।

জারদারি পাকিস্তানের ১৪ তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি পাকিস্তান পিপলস পার্টির সহ-সভাপতি। দেশটির প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তার স্ত্রী ছিলেন।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি