ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

মুম্বাইয়ে ভারী বর্ষণে দেয়াল ধসে নিহত ১৬

প্রকাশিত : ১২:৫২, ২ জুলাই ২০১৯ | আপডেট: ১৩:৩৫, ২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের বন্দরনগরী মুম্বাই ও কল্যাণে টানা এবং প্রবল বৃষ্টিতে দেয়াল ভেঙে দুটি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে পৃথক এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

এদিন রাত ২টার দিকে একটি বাড়ির দেয়াল ভেঙে পড়ে মুম্বাইয়ের মালাড ইস্টে। তাতে ১৩ জন দেয়াল চাপা পড়ে মারা যান। আর চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এখনো উদ্ধারকাজ চলছে। দেয়ালের নীচে তিন থেকে পাঁচজনের চাপা পড়ে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।

এরআগে রাত সাড়ে ১২টা নাগাদ মুম্বাইয়ের কাছে কল্যাণে একটি স্কুলের দেওয়াল ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন বছরের একটি শিশুও রয়েছে। স্কুলের ধ্বংস্তূপের নীচে এখনও চারজন আটকে রয়েছেন বলে জানতে পেরেছে পুলিশ। দেয়াল কেটে তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা।

জানা যায়, টানা বৃষ্টির জেরে মুম্বাই বিমানবন্দরের রানওয়ে অত্যন্ত পিছিল হয়ে যাওয়ায় মঙ্গলবার অবতরণের পর একটা স্পাইসজেট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আপাতত মুম্বাই বিমানবন্দরের মূল রানওয়ে বন্ধ রাখা হয়েছে। দ্বিতীয় একটি রানওয়ে থেকে বিমান ওঠানামা করছে। এখনও পর্যন্ত ৫৪টি বিমানের মুখ ঘুরিয়ে অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। কিছু আন্তর্জাতিক বিমান বেঙ্গালুরু এবং আমদাবাদে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, মূল রানওয়ে বন্ধ করে দেওয়ার জন্য বিমান ওঠানামাতেও দেরি হচ্ছে।

স্কুল, কলেজসহ সমস্ত সরকারি অফিস আজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ ছাড়াও রেল ট্র্যাকে জল জমে যাওয়ায় ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেছে। এছাড়া সোমবার থেকেই মুম্বাই-সুরাত শাখার বহু ট্রেন বাতিল করা হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মুম্বাইয়ে গত দুই তিন ধরে ভারী বর্ষণ শুরু হয়েছে। তাতে ক্রমশ বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। আজ মঙ্গলবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি