ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে ৬.৭ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত : ১১:২৮, ৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের প্রভাবে রাস্তা ও ভবনে ফাটল দেখা দিয়েছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দুই দশকের মধ্যে এবার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিগারক্রেস্ট আঞ্চলিক হাসপাতালের কর্মীরাও উদ্ধার কাজে অংশ নেয়। শহরের মেয়র সিএনএনকে বলেন, শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সমন্বিত আন্তর্জাতিক সময় দুপুর ১টার পরপর ক্যালিফোর্নিয়ার বৃহত্তম শহর লস এঞ্জেলেসের ১৫০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত করে। মধ্য লস এঞ্জেলেসে ভূমিকম্পটি ১০ থেকে ১৫ সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পের সময় স্থানীয়রা বাড়িঘর থেকে রাস্তায় নেমে আসে।

অন্যদিকে ভূমিকম্পের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। পাশাপাশি কিছু কিছু ভবন ও রাস্তায় ফাটল ধরেছে। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া লস এঞ্জেলেস বিমানবন্দরে ভূমিকম্প অনুভূত হলেও রানওয়ের কোনো অসুবিধা না হওয়ায় বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

লাস ভেগাসে মৃদু ভূমিকম্প কয়েকবার আঘাত হানে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

এনএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি