ঢাকা, শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪

পাপুয়া নিউগিনিতে গোষ্ঠীগত সংঘাতে নিহত ২৪

প্রকাশিত : ১১:৪৬, ১০ জুলাই ২০১৯

পাপুয়া নিউগিনির পার্বত্য এলাকায় গোষ্ঠীগত সংঘাতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির হেলা প্রদেশে এক নৃগোষ্ঠীর গ্রামে অপর নৃগোষ্ঠীর সদস্যরা হামলা চালিয়ে তাদের হত্যা করে। গত রোববার ওই অঞ্চলের মুনিমা গ্রামে সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন নারী। এর পর গত সোমবার কারিদা গ্রামে ১৬ জন নারী ও একজন শিশু নিহত হয়েছেন। এদের মধ্যে ২ নারী গর্ভবতী।  

দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে ঘটনাটিকে তার জীবনের অন্যতম দুঃখের দিন বলে বর্ণনা করেছেন। হাগুই, ওকিরু ও লিউয়ি নৃগোষ্ঠীর বন্দুকধারীদের নেতৃত্বে এসব হত্যাকাণ্ড হয়েছে এবং দায়ীদের সবাইকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২০ বছর ধরে ওই এলাকার কয়েকটি নৃগোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। তবে এটি গত কয়েক বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে শোচনীয় নৃগোষ্ঠীগত সংঘাতের ঘটনা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি