ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

‘পারস্য উপসাগরে উত্তেজনার জন্য দায়ী ট্রাম্প’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ২১ জুলাই ২০১৯

পারস্য উপসাগরে উত্তেজনা সৃষ্টির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন বৃটেনের লেবার পার্টির প্রধান জেরেমি করবিন। ইরান বৃটেনের একটি তেল ট্যাংকার আটক করার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল জানিয়েছে বৃটেনের প্রধান বিরোধী দলের নেতা জেরেমি করবিন আরও বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে সংঘাতের আশঙ্কাকে বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প।

এ সময় তিনি পারস্য উপসাগরে যুদ্ধের আশঙ্কা ও উত্তেজনা কমাতে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনতে জাতিসংঘের মাধ্যমে আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

একই সঙ্গে জেরেমি করবিন ইরানে ব্রিটিশ তেল ট্যাংকার আটকের ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং ব্রিটিশ তেল ট্যাংকার ছেড়ে দিতে ইরানের প্রতি আহ্বান জানান।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি শুক্রবার রাতে হরমুজ প্রণালী থেকে বৃটেনের একটি তেল ট্যাংকার আটক করেছে। আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করার কারণে তেল ট্যাংকারটিকে আটক করা হয়।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি