বরিস না জেরেমি কে হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৫:১৩, ২৩ জুলাই ২০১৯

কনজারভেটিভ পার্টির নেতা বাছাইয়ের জন্য ভোট পর্ব বন্ধ হচ্ছে আজ মঙ্গলবার। যিনিই পার্টির নেতা নির্বাচিত হবেন তিনিই ব্রিটেনের প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন। পার্টির নেতা হওয়ার লড়াইয়ে আছেন দুই পররাষ্ট্রমন্ত্রী। একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন অন্যজন হলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা এখন সময়ের অপেক্ষা। বরিস জনসন বা জেরেমি হান্ট যারই নাম ঘোষণা হোক, তিনিই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আগামীকাল বুধবার।
তবে আভাস পাওয়া যাচ্ছে, ১০ ডাউনিং স্ট্রিটে ঢুকতে যাচ্ছেন প্রাক্তন বিদেশমন্ত্রী বরিস জনসন। তবে বিতর্ক বরাবরই তাঁর সঙ্গী। ব্রিটেনের স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, বরিস জনসনের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া মুশকিল।
আগামীকাল টেরেসা মে’র প্রধানমন্ত্রী হিসেবে শেষ দিন। এই দিন তিনি আনুষ্ঠানিকভাবে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। তারপরে ১০ ডাউনিং স্ট্রিট থেকে তিনি শেষবারের জন্য বক্তৃতা দেবেন।
যিনি নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন তিনিও আগামীকাল রানির সঙ্গে দেখা করবেন এবং তারপর প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রথম বক্তৃতা দেবেন।
ইতিমধ্যেই ক্ষমতাসীন দলের উঁচুস্তরের দুই নেতা বরিস জনসনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এর মধ্যে ফিলিপ হ্যামন্ড হুমকি দিয়েছেন, বরিস প্রধানমন্ত্রীর পদে এলে তিনি পদত্যাগ করবেন। তার দাবি, বরিসের ব্রেক্সিট নীতির সঙ্গে তিনি একমত নন। একইসঙ্গে বর্তমান আইনমন্ত্রী ডেভিড গোকও বরিসের বিরুদ্ধে পদত্যাগের হুমকি দিয়েছেন।
এএইচ/
আরও পড়ুন