ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

কাশ্মীরি দুই বোনকে অপহরণ করে বিহারের দুই ভাইয়ের বিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ২৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

জম্মু–কাশ্মীর এখন এক উত্তপ্ত জায়গা। এর মধ্যে ৩৭০ ধারা বিলোপের পর অনেকেই কাশ্মীরের মেয়েদের বিয়ে করার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন সফল করতেই দুই কাশ্মীরি বোনকে অপহরণ করে জোর করে বিয়ে করার অভিযোগ উঠল বিহারের দুই ব্যক্তির বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সূত্রের খবর, দুই ভাই তারা। তাদের দাবি, দুই কাশ্মীরি বোনকে ভালবেসেই বিয়ে করেছেন তারা। পুলিশ জানিয়েছে, ওই দুই বোন কাশ্মীরের রামবান জেলার বাসিন্দা। রামবান জেলায় কাঠের কাজ করতেন দুই ভাই, পারভেজ আলম ও তাবরেজ আলম। বিহারের সুপল জেলার রামবিষ্ণুপুর গ্রামের বাসিন্দা তারা। কাশ্মীরে কাঠের কাজ করতে গিয়ে ওই দুই বোনকে ভালবেসে ফেলেন দুই ভাই। 

তাদের বিয়ে করে বিহারে নিজেদের গ্রামে নিয়ে চলে আসেন তারা। সুপল জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ‘‌দুই বোনের বাবা থানায় অপহরণের অভিযোগ জানাতেই জম্মু–কাশ্মীর পুলিশের একটি দল অভিযুক্তদের খুঁজতে খুঁজতে বিহারে চলে আসে এবং তাদের প্রেপ্তার করে। অভিযুক্তদের বক্তব্য, বিয়েতে রাজি হয়েছিলেন দুই বোন।’‌

৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরি মহিলাদের বিয়ে করার সুপ্ত বাসনায় ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। থেমে থাকেননি নেতা, মন্ত্রীরাও। এমনকি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার সংবাদমাধ্যমে বলে ফেলেছিলেন, ‘‌এবার থেকে কাশ্মীর থেকে মেয়ে নিয়ে এসে বিয়ে করা যাবে।’‌ সেই মন্তব্যকে ঘিরে বিতর্কও হয় দেশীয় রাজনীতিতে। সূত্র: আজকাল, এনডিটিভি      

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি