ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

করোনার মতই লক্ষণ নিয়ে নতুন রোগ নিউইয়র্কে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ১৬ জুন ২০২০

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ এখন আমেরিকা। প্রাণঘাতী এই ভাইরাসের ধ্বংসলীলায় বলতে গেলে দিশেহারা দেশটি। এখন পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ২৮৩ জন মার্কিনীর প্রাণ কেঁড়েছে করোনা। তার মধ্যে নিউইয়র্ক সিটিতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। আবার এই শহরে দেখা দিয়েছে নতুন রোগের প্রাদুর্ভাব। সেই রোগের লক্ষণও করোনাভাইরাসের মতই।

জানা গেছে, নতুন এই রোগটি ছড়াচ্ছে এঁটেল পোকা থেকে। এই পোকার কামড়ের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে রোগটি। আমেরিকার কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এই রোগের লক্ষণও কোভিড-১৯ এর মতই। যার মধ্যেই নতুন এই রোগটি সংক্রমিত হচ্ছে, তার মধ্যে জ্বর, মাথাব্যথা, শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া এবং মাংসপেশী ব্যথার উপসর্গ দেখা দিচ্ছে।

আর এই লক্ষণগুলো বিষাক্ত এঁটেল পোকার কামড়ের এক থেকে দুই সপ্তাহের মধ্যে প্রকাশ পায়। 

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে ইতোমধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছে ২১ লাখ ৮২ হাজার ৯৫০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৮ হাজার ২৮৩ জনের। এছাড়া, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে আরও ১৬ হাজার ৭১৬ জন।

সূত্র: মেডিকেল ডেইলি

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি