ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ইরানের পরমাণু চুক্তিকে পুনরায় সমর্থন চীনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ১১ অক্টোবর ২০২০

চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে নতুন ফোরাম গঠনের আহ্বান জানিয়েছেন।

শনিবার চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তেংচং শহরে ইরানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি এ আহবান জানান। একইসঙ্গে তিনি ইরানের পরমাণু চুক্তির প্রতি বেইজিংয়ের সমর্থন পুর্নব্যক্ত করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চীন সকলের সমান অংশগ্রহণে একটি আঞ্চলিক বহুপাক্ষিক সংলাপ প্লাটফর্ম গঠনের প্রস্তাব করছে।

বিবৃতিতে আরো বলা হয়, এই ফোরাম সংলাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে পারষ্পরিক সমঝোতা বাড়াবে এবং নিরাপত্তা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করবে। এই ফোরামে প্রবেশের পূর্বশর্ত হিসেবে ওয়াং ইরানের পরমাণু চুক্তিকে সমর্থন করার কথা উল্লেখ করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ টুইট করে তাদের আলোচনাকে ফলপ্রসূ বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে ইরানের সাথে করা পরমাণু বিষয়ক আর্ন্তজাতিক চুক্তিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করে দেন। একইসঙ্গে তিনি ইরানের ওপর অবরোধ জোরদার করেন।

এদিকে ইয়েমেন যুদ্ধ, ইরাকে ইরানের প্রভাব বৃদ্ধিসহ তেহরানের ওপর ওয়াশিংটনের অবরোধ আরোপে সউদি আরবের সমর্থনের কারণে রিয়াদের সাথে তেহরানের সম্পর্ক তিক্ত হয়ে আছে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি