ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের করোনা টেস্ট বাধ্যতামূলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ২৮ নভেম্বর ২০২০

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য করোনাভাইরাসের টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির সরকার বিষয়টি যথাযথভাবে পালনের নির্দেশনা জারি করেছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু করা হবে।

শুক্রবার ২৭ (নভেম্বরে) দৈনিক ব্রিফিংয়ের সময় মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী (সুরক্ষা) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব সাংবাদিকদের এ কথা জানান। 

সিনিয়র মন্ত্রী (সুরক্ষা) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব বলেছেন, ‘এই কর্মসূচির শুরুতে সেলেঙ্গর, নেগ্রি সেম্বিলান, কুয়ালালামপুর, পেনাং, সাবাহ এবং লাবুয়ানে শুরু হবে করোনা পরীক্ষা। নিয়োগকর্তাদের অবশ্যই পরীক্ষার জন্য বেসরকারি স্বাস্থ্য সুবিধাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে চলতে হবে।’

মন্ত্রী বলেন, ‘ক্লিনিক ও হাসপাতালে পরিষেবার ব্যয় অবশ্যই নিয়োগকর্তাদের বহন করতে হবে।’ মানব সম্পদ মন্ত্রণালয় শিগগিরই এ নিয়ে আরও বিস্তারিত ঘোষণা দেবে বলে জানান তিনি। 

এছাড়া মালয়েশিয়া সরকারের পাশাপাশি বেশ কয়েকটি সংস্থা বিদেশি শ্রমিকদের আবাসন ব্যবস্থা পরীক্ষা করেছে। বিধি অমান্য করায় বিভিন্ন কারখানার বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে দেশটির সরকার।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি