ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

ইরাকের উত্তরাঞ্চলীয় দুটি তেলক্ষেত্রে বোমা হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ১০ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ইরাকের দুটি তেলকূপে বোমা হামলার ঘটনা ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের খাবাজ তেলক্ষেত্রের ওই দুটি তেলকূপে বোমা হামলার পর চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।

বুধবার (৯ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেলক্ষেত্রের কর্মকর্তারা এবং নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, দমকল বাহিনী আগুন নেভানোর জন্য কাজ করছে। এই তেলক্ষেত্র থেকে প্রতিদিন ২৫ হাজার ব্যারেল তেল উত্তোলন করা হয়।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। 

এদিকে স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে ইরাকের শাফাক বার্তা সংস্থা জানিয়েছে যে, এই হামলার পেছনে উগ্র তাকফিরি সন্ত্রাসীরা জড়িত। 

উগ্র তাকফিরি গোষ্ঠী ২০১৪ সালে ইরাকে তাদের সন্ত্রাসী অভিযান শুরু করে এবং অল্প সময়ের মধ্যে দেশটির বিরাট অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 

পরবর্তীতে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরাকের সামরিক বাহিনী যে অভিযান চালায় তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাশদ আশ-শাবি।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি