ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ব্রাজিলে সংক্রমণ বৃদ্ধি, আবারও স্বাস্থ্যমন্ত্রী পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ১৬ মার্চ ২০২১ | আপডেট: ১১:৩৬, ১৬ মার্চ ২০২১

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেছেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে হৃদরোগ বিশেষজ্ঞ মার্সেলো কুইরোগাকে নিয়োগ দেবেন। মহামারি করোনাভাইরাস চলাকালে এ পদে এর আগে তিন জনকে নিয়োগ দেয়া হয়। ফলে কুইরোগার নিয়োগ চূড়ান্ত করা হলে এই দুর্যোগের সময় এ পদের দায়িত্ব পাওয়া তিনি হবেন চতুর্থ ব্যক্তি।

এদিকে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলায় দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে। খবর এএফপি’র।

বোলসোনারো আলভোরাদা প্রেসিডেন্ট প্রাসাদে তার সমর্থকদের সাথে এক বৈঠকে বলেন, ‘চিকিৎসক মার্সেলো কুইরোগাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োগ দেয়ার ব্যাপারে আজ বিকেলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

প্রেসিডেন্ট আরো বলেন, ‘এ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে এক বা দুই সপ্তাহ সময় লাগতে পারে।’
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি