ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রিটিশ রানির সঙ্গে সাক্ষাৎ করবেন বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ৪ জুন ২০২১

Ekushey Television Ltd.

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফাস্ট লেডি ঝিল বাইডেন। আগামী সপ্তাহে রাণীর উইন্ডসর ক্যাসলের বাড়িতে তাদের এই সাক্ষাতগ্রহণ অনুষ্ঠিত হবে। 

এক বিবৃতিতে বৃহস্পতিবার (৩ জুন) বাকিংহাম প্যালেস তথ্যটি জানিয়েছে।

এর মধ্যে দিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া ১৩তম মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন। গত এপ্রিলে স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর পর এটাই হতে যাচ্ছে রানির বড় কোন বৈঠক। 

যদিও আগামী ১৩ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বাকিংহাম প্যালেস।
সূত্র : বিবিসি
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি