ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে স্কুল ছাত্রকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ২ সেপ্টেম্বর ২০২১

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের একটি উচ্চ বিদ্যালয়ে বুধবার এক ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে।

নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ এ খবর জানায়।

উইনস্টন সালেমের মাউন্ট তাবর উচ্চ বিদ্যালয় থেকে পুলিশ গুলিবিদ্ধ এক ছাত্রকে উদ্ধার করে। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।  সেখানে সে মারা যায়।

পুলিশ বিভাগের প্রধান ক্যাটরিনা থমসন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

পুলিশ আরো জানায়, সন্দেহভাজন হত্যাকারী ওই স্কুলেরই অপর ছাত্র। সে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু পুলিশ পরে তাকে আটক করে।

মহামারির কারণে প্রায় এক বছর ধরে দূর শিক্ষণের মাধ্যমে ক্লাশ চলছিল। চলতি মাসে শিক্ষার্থীরা স্কুলে এসে সরাসরি ক্লাশ শুরু করে।

এদিকে চলতি সপ্তাহে নর্থ ক্যারোলিনার কোন উচ্চ বিদ্যালয়ে গোলাগুলির এটি দ্বিতীয় ঘটনা।

রাজ্য গভর্ণর রয় কুপার টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো আমরা নর্থ ক্যারোলিনার একটি  স্কুলে গোলাগুলি হতে দেখলাম।

তিনি বলেন, হামলাকারীকে দ্রুত আটক এবং স্কুল প্রাঙ্গনে বন্দুক আনা বন্ধের মাধ্যমে আমাদেরকে শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি