ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

‘জাগ্রত হতে গিয়ে’ ঘুমিয়েই পড়লেন বাইডেন-বরিস? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ৩ নভেম্বর ২০২১ | আপডেট: ১৩:২৪, ৩ নভেম্বর ২০২১

বিশ্ব বাঁচাতে বিশ্বনেতাদের জাগ্রত হওয়ার কথা যে জলবায়ু সম্মেলনে সেখানেই ঘুমিয়ে পড়লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ড জো বাইডেন। আর সেই ২৬ সেকেণ্ডের চোখ বন্ধ করা ভিডিওটি ভাইরাল হল সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, একই দিনে বাইডেনেরই পথ ধরলেন সম্মেলনের আয়োজক দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে তার ভিডিও নয়, ভাইরাল হয়েছে ছবি।

কী ছিল এই দুই বিশ্বনেতার ভিডিও আর ছবিতে?  

সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ চলার সময়ই কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করেছিলেন জো বাইডেন। ক্ষণের হিসাবটি ছিল ২৬ সেকেণ্ড। আর এই ২৬ সেকেণ্ডই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হল মুহূর্তেই। তাও আবার ‘ঘুমন্ত জো’ শিরোনামে।

সে সময় এক পরিবেশ আন্দোলনকর্মীর বক্তৃতা চলছিল। যেখানে বলা হচ্ছিল খাবার উৎপাদনের সক্ষমতা এবং বৈশ্বির উষ্ণতার হুমকির কথা। বক্তৃতার এক পর্যায়ে সবার করতালি শুরু হলে একজন সাহকারীর ডাকে চোখ খোলেন বাইডেন; চোখ মুছতেও দেখা যায় তাকে। তাই নেটিজেনরা ধরেই নিয়েছেন যে ঘুমিয়ে পড়েছিলেন বাইডেন। 

ভিডিও ‘ঘুমন্ত জো’ এর জনপ্রিয়তায় অবশ্য ভাটা পড়ে আরেক বিশ্বনেতার ঘুমে। তবে এবারে ভিডিও নয়, একটি ছবিতে দেখা যায় ঘুমন্ত বরিস জনসনকে। 

সম্মেলন কক্ষে চোখ বন্ধ করে মাথা একদিকে কাত করে রেখেছিলেন বরিস; যেন তিনি পাশে বসা এন্তোনিয় গুতেরেসের কাঁধেই ঢলে পড়বেন।  

বরিস কতক্ষণ চোখ বন্ধ করে ছিলেন এর অবশ্য প্রমাণ মেলেনি। কারণ এর কোনো ভিডিও নেই।  

বরিসের ভাইরাল হওয়া ছবিটি কিন্তু শুধু ঘুমের কারণে নয়, আরও একটি কারণে সমালোচনার মুখে পড়েছে। সেটি হল ভরা মজলিশে মাস্ক ছাড়াই দিব্যি ছিলেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

সূত্র: এইচআইটিসি, সিএনএন 

এসবি/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি