ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪

বেইজিংয়ে শুরু হয়েছে তুষারপাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ৭ নভেম্বর ২০২১

শনিবার সন্ধ্যা থেকে চীনের রাজধানী বেইজিংয়ে মৌসুমের প্রথম তুষারপাত অব্যাহত রয়েছে, এতে এই অঞ্চলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

বেইজিং আবহাওয়া কেন্দ্রের প্রধান আবহাওয়াবিদ গিউ জিনলান বলেন, শনিবার দিনের শুরুতে বৃষ্টির পরে নগরীর একটি বড় অংশে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তুষারপাত হয়েছে, রোববার দুপুর অথবা বিকেল পর্যন্ত তুষারপাত অব্যহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

গিউ বলেন, নগরীর কাছাকাছি এবং দক্ষিণাংশে তুষারপাত ৬ থেকে ১২ মিলিমিটার হতে পারে, এলাকায় ১০ মিলিমিটার পর্যন্ত তুষারপাত জমেছে। তীব্র বাতাসের সঙ্গে তাপমাত্রা মারাত্মকভাবে কমছে।

ট্রাফিক কতৃপক্ষ জানায়, রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১৬৪টি বাসরুট বাতিল করা হয়েছে, বহুমুখী এক্সপ্রেসওয়ের অনেক সেকশন বন্ধ করে দেয়া হয়েছে। নগর কতৃপক্ষ তীব্র শৈত্যপ্রবাহ, তীব্র বাতাস, রাস্তা বরফে ঢেকে যাওয়ার পাশাপাশি তুষারঝড়ের কারণে ইয়েলো এলার্ট জারি করেছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি