ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল কোভিডে আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ৪ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৫:১৩, ৪ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। খবর পিটিআই’র।

মুখ্যমন্ত্রী গত কয়েক দিনে তার সংস্পর্শে আসা মানুষদের কোয়ারেন্টাইনে থাকার এবং করোনাভাইরাস পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন।

কেজরিওয়াল টুইটার বার্তায় বলেন, “আামি পরীক্ষায় কোভিড পজিটিভ। আমার হালকা করোনাভাইরাস উপসর্গ দেখা দিয়েছে। আমি বাসায় নিজে আলাদা রয়েছি। গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা অনুগ্রহ করে নিজে আলাদা থাকেন এবং করোনাভাইরাস পরীক্ষা করান।”

এদিকে ভারতের রাজধানী দিল্লিসহ কোথাও কোথাও ডেল্টাকে ছাড়িয়ে করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট আধিপত্য নিয়েছে। বিশেষ করে দিল্লিতে করোনা শনাক্ত হওয়া ৮৪ শতাংশ ব্যক্তির শরীরে অমিক্রনের ধরন পাওয়া গেছে। এছাড়া দেশটিতে প্রায় ৪ মাসের মধ্যে সর্বাধিক দৈনিক রোগী শনাক্ত হয়েছে মঙ্গলবার (৪ জানুয়ারি)।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় সেখানে ৩৭ হাজার ৩৭৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি