ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

চীনে ১৩২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ২১ মার্চ ২০২২ | আপডেট: ১৫:২৬, ২১ মার্চ ২০২২

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দেশটির গুয়ানঝি প্রদেশে ইস্টার্ন এয়ারলাইন্সের ওই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

তবে এতে কতজনের প্রাণহানি হয়েছে বা দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাটি গুয়াংঝৌ অঞ্চলের উঝৌ শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ কারণে সেখানকার পাহাড়েও আগুন ধরে গেছে।

তবে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে গেছে উদ্ধারকারী বাহিনী। ফ্লাইট এমইউ৫৭৩৫ গুয়াংঝৌ শহরের উদ্দেশে কুনমিং থেকে যাত্রা করেছিল। 

ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো জানিয়েছে, উড়্রজাহাজটি এক ঘণ্টার বেশি সময় ধরে আকাশে ছিল। পরবর্তীতে দক্ষিণ-পূর্বাঞ্চলে এটি বিধ্বস্ত হয়। এসময় বিধ্বস্তের এলাকায় জঙ্গলে আগুন ধরে যায় বলেও জানা গেছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি