ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ানে মার্কিন সিনেটর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ২৬ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

চীনের কড়া হুশিয়ারিকে মোটেও আমলে নেয়নি যুক্তরাষ্ট্র। এবার তাইওয়ান সফরে পাঠানো হয়েছে মার্কিন সিনেটর মার্শা ব্ল্যাকবার্নকে।

বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমানে করে তাইপে পৌঁছান। খবর রয়টার্সের।

এদিকে তাওয়ানকে ঘিরে মহড়া চালানো নিয়ে চীনকে 'অঞ্চলটির জন্য হুমকি' আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বেইজিং।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, নিজেদের সার্বভৌমত্বের নিরাপত্তা নিশ্চিত করতেই মহড়া চালিয়েছে তারা।

চলতি মাসের শুরুতে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফর ঘিরে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনার সূত্রপাত। এরপর তাইপে সফরে গেছেন একদল মার্কিন আইনপ্রণেতা, যা নিয়ে চরম ক্ষুব্ধ হয় চীন। জানায় তীব্র প্রতিক্রিয়া। এর জেরে মহড়া শুরু করে তাইওয়ানের চারপাশে।

এক বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তাইপে-ওয়াশিংটনের মধ্যে অর্থনীতি ও বাণিজ্যিক বিষয়ে মতবিনিময় ও অঞ্চলটির নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করতেই তাইপে সফরে এসেছেন এই মার্কিন সিনেটর।

তাইওয়ানের সরকারি বার্তা সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার তিনি প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করেন।

টেনেসি থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর ব্ল্যাকবার্ন আগস্টের শুরুতে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

এদিকে তাওয়ানের চারপাশে মহড়া চালানোর পর চীনকে ওই অঞ্চলটির জন্য হুমকি আখ্যা দিয়ে করা যুক্তরাষ্ট্র ও জাপানের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বেইজিং।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি