ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

অল্পসময়ে সিরিজ ভূমিকম্পে কম্পিত ইন্দোনেশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১০ সেপ্টেম্বর ২০২২

ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশে সিরিজ ভূমিকম্প হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে ৪ বার কম্পিত হয় দেশটি, যার সর্ব্বোচ মাত্রা ছিল ৬.২।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতের পর থেকে শনিবার সকাল পর্যন্ত বিরতি দিয়ে দিয়ে মোট ৪টি ভূমিকম্প অনুভূত হয় পশ্চিম পাপুয়ার সেন্ট্রাল মামবেরামো জেলায়।

দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতত্ত্ব দপ্তরের ভূমিকম্প ও সুনামি বিভাগের তথ্য অনুযায়ী প্রতিটি ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২। 

তবে এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

দফায় দফায় ভূমিকম্পের জেরে সুনামির কোনো সম্ভাবনা আপাতত নেই বলেও জানিয়েছেন ভূমিকম্প ও সুনামি বিভাগের প্রধান দারিওনো।

গণমাধ্যমকে দারিয়োনো জনান, ভূপৃষ্টের ১৬ কিলেমিটার গভীরে ছিল এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূতাত্ত্বিক অবস্থার কারণে নিয়মিতই ২৭ কোটি মানুষ অধ্যুষিত এশিয়ার বৃহত্তম দ্বীপরাষ্ট্রটি ভূমিকম্প, অগ্নুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়।

২০০৪ সালে বড় মাত্রার ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল দেশটিতে। সূত্রঃ আলজাজিরা, টেম্প ডট কো

আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি