ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

রাশিয়াকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেন আগ্রাসনের অংশ হিসেবে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে, এর ‘ভয়াবহ’ পরিণতির ব্যাপারে যুক্তরাষ্ট্র মস্কোকে একান্তভাবে সতর্ক করে দিয়েছে। 

যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এক ভাষণে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেন। স্থল অভিযানে ইউক্রেনের সাফল্যের পর ওই ভাষণে তিনি রিজার্ভ সৈন্য সমাবেশেরও ঘোষণা দেন। 

রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পরমাণু যুদ্ধের সুস্পষ্ট পরিণতির ব্যাপারে রাশিয়াকে একান্তে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা পাঠানোর খবরটি নিশ্চিত করেন। 

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইর্য়কে সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ব্লিংকেন বলেন, “আমরা পরমাণু অস্ত্রের ব্যাপারে বেফাঁস কথা বন্ধে রাশিয়াকে সরাসরি এবং গোপনে একেবারে সুস্পষ্ট বার্তা দিয়েছি।”

তিনি বলেন, “যেকোন পরমাণু অস্ত্রের ব্যবহার ভয়াবহ পরিণতি ডেকে আনবে।”

রোববার পৃথক এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভেন বলেন, “যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রের ব্যবহারের ‘ভয়াবহ পরিণতির’ কথা ‘অত্যন্ত উচ্চ পর্যায়ে’ রাশিয়াকে সতর্ক করে দেওয়া হয়েছে।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি