ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

রাশিয়ায় প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ১৬ অক্টোবর ২০২২

রুশ সেনাদের প্রশিক্ষণ কেন্দ্র

রুশ সেনাদের প্রশিক্ষণ কেন্দ্র

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরদ অঞ্চলের একটি  সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ‘সন্ত্রাসী’ হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার (১৫ অক্টোবর) এ সব তথ্য জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি  

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের দুজন নাগরিক প্রশিক্ষণের সময় গুলি চালায়। ওই দুই হামলাকারীরাও নিহত হয়েছেন।   

রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের জন্য স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের সময় এই হামলার ঘটনা ঘটে।

রুশ বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, হামলায় ১১ জন নিহত হয়েছেন। আরও ১৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।  

এরইমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আগামী ২ সপ্তাহের মধ্যে ইউক্রেনে সেনা বাড়ানো হবে। গত ২১ সেপ্টেম্বর রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে প্রায় ২ লাখ সেনা বাড়ানোর ঘোষণা দেন।  

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি