ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বিদ্যুৎ ও পানি বন্ধ হওয়ায় বিপর্যস্ত ইউক্রেনের ৬ অঞ্চল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ১ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রুশবাহিনীর হামলায় বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় ইউক্রেনের বেশ কিছু শহরে নেমেছে চরম মানবিক বিপর্যয়। পানির জন্য রাস্তায় মানুষের লম্বা লাইন দেখা গেছে রাজধানী কিয়েভে।

গতরাতে কিয়েভসহ অন্তত ছয়টি ইউক্রেনীয় অঞ্চলের বিভিন্ন বৈদ্যুতিক স্থাপনায় তীব্র গোলাবর্ষণ করে রুশসেনারা। ক্রিমিয়া উপকূলে রুশ নৌ-বহরে ইউক্রেনের চালানো শনিবারের ড্রোন হামলার জবাবে এ হামলা চালানো হচ্ছে বলে দাবি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কৃষ্ণসাগরের যেসব করিডোর দিয়ে শস্য রপ্তানি হতো, সেগুলো ব্যবহার করেই সেদিন হামলা চালিয়েছে ইউক্রেন।

হামলায় ব্যবহৃত ড্রোনগুলোতে কানাডার প্রযুক্তি ব্যবহৃত হয়েছে বলেও দাবি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার খাদ্যশস্য রপ্তানি চুক্তি বাঁচিয়ে রাখতে তুরস্ক বদ্ধপরিকর বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বিশ্বকে দুর্ভিক্ষের হুমকি থেকে বাঁচাতে আঙ্কারা চেষ্টা চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি