ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্পের বিরুদ্ধে মামলার সুপারিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ২০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গা তদন্তকারী মার্কিন আইনপ্রণেতারা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার সুপারিশ করেছেন। তারা এই সহিংসতায় ‘উস্কানি’ প্রদানের অভিযোগ এনেছেন ট্রাম্পের বিরুদ্ধে।

সোমবার কংগ্রেসীয় প্যানেলের আনুষ্ঠানিক বৈঠকে সর্বসম্মতভাবে চারটি ফৌজদারি অপরাধের জন্য মামলা করার জন্য বিচার বিভাগের কাছে সুপারিশ করা হয়। সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করার ব্যাপারে বিচার বিভাগই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগুলোর মধ্যে রয়েছে উস্কানি প্রদান দাঙ্গায় সহায়তা বা সাহায্য করা; সরকারি কার্যক্রমে বাধা দেয়া; যুক্তরাষ্ট্রকে অকার্যকর করার ষড়যন্ত্র করা; এবং ফেডারেল সরকারের বিরুদ্ধে ভুয়া বিবৃতি দেয়ার ষড়যন্ত্র করা।

কংগ্রেসম্যান জ্যামি রাসকিন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধানে থাকা শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তরকে ভণ্ডুল করার চেষ্টা করেছিলেন।

ট্রাম্প অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি ডেমোক্র্যাটদের নিয়ে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনকে ভুয়া হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আবারো বলেন, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা 'প্রতারণা' করেছে।
সূত্র : আলজাজিরা
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি