ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স ও ককপিটের ভয়েস রেকর্ডার উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ১৬ জানুয়ারি ২০২৩

নেপালে বিমান দুর্ঘটনায় এখনও ৪ জন নিখোঁজ থাকলেও ৭২ আরোহীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। উদ্ধার করা হয়েছে ব্ল্যাক বক্স ও ককপিটের ভয়েস রেকর্ডার। 

সোমবার উদ্ধারকৃত ব্ল্যাক বক্সটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরে এটি কাঠমান্ডুতে তদন্ত দলের কাছে জমা দেওয়া হবে বলে জানান নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জগন্নাথ নিরাউলা।

এ দুর্ঘটনায় দেশটিতে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক।

রোববার রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে কাসকি জেলার পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হয় ইয়েতি এয়ারলাইনসের বিমানটি। ভেঙ্গে কয়েক টুকরা হয়ে যায় বিমানটি। একাংশ পাহাড়ের খাদে ও বাকিটা পাশের নদীতে পড়ে। 

গত রাত পর্যন্ত ৬৭ জনের মৃতদেহ উদ্ধার করে সেনাবাহিনীর দল। পোখারা হাসপাতালে চলছে মৃতদেহের পরিচয় শনাক্তের কাজ। এখন পর্যন্ত ৪ জন ভারতীয় নাগরিকের পরিচয় পাওয়া গেছে। 

এদিকে দুর্ঘটনার পর ইয়েতি এয়ারলাইনস নিয়ে প্রশ্ন বাড়ছে। জানা যায়, দুই ইঞ্জিনের বিমানটি ১৫ বছরের পুরনো ছিল। আর আবহাওয়া অনুকূলে থাকা স্বত্ত্বেও বিমানটি কিভাবে বিধ্বস্ত হলো তাও প্রশ্নবিদ্ধ। 

গেল ৩ দশকের ইতিহাসে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি