ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সুদান থেকে সরিয়ে নেয়া হচ্ছে বিদেশি নাগরিকদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ২৩ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

উত্তপ্ত সুদান থেকে সরিয়ে নেয়া হচ্ছে বিদেশি নাগরিকদের। এরইমধ্যে ৬টি বিমানে মার্কিন কূটনীতিক ও তাদের পরিবার সদস্যদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় রোববার সকালে সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফ এ তথ্য নিশ্চিত করে। 

এদিকে লোহিত সাগরের বন্দর দিয়ে বিভিন্ন মিশনের ১৫০ জনেরও বেশি মানুষকে নিরাপদে সৌদি আরবে সরিয়ে নেওয়া হয়েছে। এরমধ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিসর, তিউনিশিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। 

গেল ১৫ এপ্রিল ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের জেরে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে ৪শ’রও বেশি মানুষ। 

লড়াই শুরু হওয়ার পর থেকেই সুদান থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় ওইসব পরিকল্পনা ভেস্তে যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি