ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

পাকিস্তানের পুলিশ দপ্তরে বিস্ফোরণ, নিহত ১২ পুলিশ সদস্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ২৫ এপ্রিল ২০২৩

পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়ায় পুলিশ দপ্তরে বিস্ফোরণে অন্তত ১২ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক।

স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টার দিকে সোয়াত উপত্যকার কাবাল পুলিশ দপ্তরে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রাথমিকভাবে একে আত্মঘাতী বোমা হামলা বলে জানালেও পরে তদন্ত করে কারণ জানানোর কথা বলেন। 

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিও বোমা হামলা নয় বলে দাবি করেছে। তাদের ধারণা, ভবনের নিচতলায় রাখা মর্টার শেলসহ বেশ কিছু বিস্ফোরক দ্রব্য রাখা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে। 

বিস্ফোরণের পরপরই সোয়াত জেলার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছে স্বাস্থ্য বিভাগ।

পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের বিশেষ শাখায় বিস্ফোরণে নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে স্থানীয় প্রশাসন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি