ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইতালিতে বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ৭ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ইতালির মিলানে শুক্রবার ভোরে এক বৃদ্ধ নিবাসে অগ্নিকান্ডে ছয় জন নিহত এবং অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মীরা এ কথা জানিয়েছেন।

ফায়ার ব্রিগেড টুইটারে বলেছে, ‘ছয় জন নিহত, ধোঁয়ায় শ্বাসকষ্টের সমস্যায় অনেক লোক হাসপাতালে। অগ্নিনির্বাপক কর্মীরা ভবন থেকে কয়েক ডজন লোককে দ্রুত সরিয়ে এনেছে।’

এএফপি’র এক ফটোগ্রাফার নিহতদের মধ্যে দুজনের মৃতদেহ সেখান থেকে সরিয়ে নিতে দেখেছেন।

ইতালির দক্ষিণাঞ্চলীয় এই নগরীর তিন তলা বৃদ্ধ নিবাস ভবনটিতে ২১০ জন লোক বাস করতো।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। নিহতদের মধ্যে পাঁচজন নারী, তাদের বয়স ৬৯ থেকে ৮৭ বছর।
এজিআই নিউজ এজেন্সি জানিয়েছে, ষষ্ঠ নিহত ব্যক্তির বয়স ৭৩ বছর।

সূত্র: বাসস

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি