ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

জাতীয় উদ্যানে নারীদের প্রবেশ নিষিদ্ধ করল তালেবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ২৮ আগস্ট ২০২৩

এবার আফগানিস্তানের বামিয়ান প্রদেশের বন্দে আমির জাতীয় উদ্যানে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। 

দেশটির পাপ ও পূণ্য বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ খালেদ হানাফি বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, নারীরা পার্কের ভেতরে হিজাব না পরায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বন্দে আমির উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র, যা ২০০৯ সালে আফগানিস্তানের প্রথম জাতীয় উদ্যানে পরিণত হয়। আফগান পরিবারগুলোর জন্য এটি একটি জনপ্রিয় স্থান। আগেরবারের চেয়ে তুলনামূলক শিথিল অবস্থানে থাকার প্রতিশ্র“তি দেয়া তালেবানরা মোটেও কথা রাখছে না; বরং এবারও দেশের নারীদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। 

এসবি/ 

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি