ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

নিপাহ ভাইরাসে দু’জনের মৃত্যুর পর ভারতে নিষেধাজ্ঞা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০২৩

ভারতে নিপাহ ভাইরাস আক্রান্তে দুইজনের মৃত্যুর পর দক্ষিণ রাজ্য কেরালায় জনসমাগম এবং কিছু স্কুল বন্ধ করে দিয়েছে। বাদুড় বা শূকর থেকে ছড়িয়ে পড়া নিপাহ ভাইরাস মারাত্মক জ্বর সৃষ্টি করে। কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভাইরাসটির কোনো ভ্যাকসিন নেই এবং এতে মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত। খবর এএফপি’র।

লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র জ্বর, বমি এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ। তবে গুরুতর ক্ষেত্রে খিঁচুনি এবং এনসেফালাইটিস মস্তিস্কের প্রদাহের ফলে কোমায় চলে যেতে পারে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আরো তিনজন পজেটিভ শনাক্ত হয়েছে এবং সংক্রমিতদের সংস্পর্শে আসা ১৫৩ স্বাস্থ্যকর্মীসহ ৭শ’র ও বেশি লোক পর্যবেক্ষণে রয়েছেন।

অন্তত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

ডব্লিউএইচও বলেছে, প্রাথমিকভাবে বাদুড় বা শুকরের মতো প্রাণী থেকে সংক্রমিত নিপাহ ও ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়িয়ে পড়ে।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি