ভারী বর্ষণে বন্যা, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
প্রকাশিত : ০৯:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৩
 
				
					রেকর্ড বৃষ্টিতে নিউইয়র্ক সিটিতে বন্যার সৃষ্টি হয়েছে। শহরের সড়ক, মহাসড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। লগার্ডিয়া বিমানবন্দরের একটি টার্মিনালও বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় সিটি কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হচুল জানিয়েছেন, রাতভর কিছু এলাকায় পাঁচ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং আরও সাত ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। বাসিন্দাদের নিরাপদে থাকতে এবং প্লাবিত সড়কে ভ্রমণ না করার আহবান জানানো হয়েছে।
কাজের জন্য বহু মানুষ হাঁটু পানি ভেঙে গন্তব্যে পৌছেছেন। ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাতাল রেল।
মেট্রোপলিটন ট্রান্সপোটেশন অথরিটি ভ্রমণের প্রয়োজন না হলে বাড়ীতে থাকার পরামর্শ দিয়েছে।
নিউইয়র্কের পুলিশ বিভাগ একাধিক রাস্তা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এএইচ
আরও পড়ুন
 
				        
				    






























































