ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে হাসপাতালে হামলা, বন্দুকধারীসহ নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ১৮ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ হ্যাম্পশায়ারে একটি মানসিক হাসপাতালে এক বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়। 

শুক্রবার এ কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর এএফপি’র।

এক সংবাদ সম্মেলনে রাজ্য পুলিশের কর্নেল মার্ক হল বলেন, সন্দেহভাজন ব্যক্তি কনকর্ডের নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ঢুকে একজনকে গুলি করে। ওই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত এক সৈন্যের গুলিতে সন্দেহভাজন ব্যক্তি মারা যায়।

তিনি আরও বলেন, হামলা হাসপাতালের লবিতে সীমাবদ্ধ ছিল। বন্দুকধারী বা নিহতের পরিচয় জানাতে পারেননি তিনি।

তিনি বলেন, ‘সেখানে জনসাধারণ, হাসপাতালের রোগী বা স্টাফদের কোন হুমকি নেই।’

রাজ্যের রাজধানী কনকর্ডের নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ১৮৫টি বেড রয়েছে। হাসপাতালটিতে জটিল মানসিক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়।

দেশটিতে প্রায়ই এমন বন্দুক হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে মানুষের সংখ্যার চেয়ে বেশি বন্দুক রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি