ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শরণার্থী ক্যাম্প ও জাতিসংঘ স্কুলে হামলা, নিহত ৮০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ১৯ নভেম্বর ২০২৩ | আপডেট: ০৯:৪০, ১৯ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

গাজায় ফের শরণার্থী ক্যাম্প ও জাতিসংঘ পরিচালিত স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলী বাহিনী। নিহত হয়েছে অন্ততঃ ৮০ জন। 

উত্তর গাজার সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প জাবালিয়া। গেল সাত সপ্তাহ ধরে ইসরায়েল-হামাসের মধ্যে চলমান সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ১৬ লাখ ফিলিস্তিনি ওই শিবিরে আশ্রয় নিয়েছিল। 

শনিবার ওই ক্যাম্পে দুই দফা হামলা চালায় ইসরায়েল। এরমধ্যে একটি হামলা হয় জাতিসংঘ পরিচালিত আল ফাখোরা স্কুলে। সেখানে নিহত হয় অর্ধশতাধিক ফিলিস্তিনি। আহত হয় আরও দুই শতাধিক। অপর হামলায় নিহত হয়েছে আরও ৩২ জন। এরমধ্যে ১৯ জনই শিশু। 

এদিকে, উত্তর গাজার সবচেয়ে বড় হাসপাতাল খালি করা হলেও এখনও রয়ে গেছে ১২০ জন গুরুতর অসুস্থ রোগী। তবে এরমধ্যেই ওই হাসপাতালে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। 

গাজায় গত ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলের নির্বিচার হামলায় প্রাণহানির সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন সেখানকার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল থাওয়াবতা।

অন্যদিকে, মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদন বলছে, শর্ত সাপেক্ষে ৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। 

তবে নাগাদ এই বিরতি শুরু হবে তা নিশ্চিত করে জানানো হয়নি।

 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি