ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজায় বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধবিরতি শুরু: হামাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ২২ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

যুদ্ধবিধ্বস্ত গাজায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে চার দিনের যুদ্ধবিরতি শুরু হবে। বুধবার আল-জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে হামাসের কর্মকর্তা মুসা আবু মারজুক চুক্তি কার্যকরের এই সময় জানিয়েছেন।

মুসা আবু মারজুক জানান, যুদ্ধবিরতি চলাকালীন গাজা উপত্যকার সর্বত্র গোলাগুলি বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজার আকাশে কোন যুদ্ধবিমান দেখা যাবে না। 

জিম্মিদের মধ্যে ৫০ জনের বিনিময়ে সেখানে চার দিনের যুদ্ধবিরতি রাজি হয় ইসরায়েল ও হামাস। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগারে বন্দি ১৫০ জনকে মুক্তি দেওয়া হবে।

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি