ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

‘পাক-ভারত বন্ধুত্বই কাশ্মির সংকটের সমাধান করতে পারে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৯:০০, ৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই কেবল কাশ্মির সমস্যার সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন ভারত নিয়ন্ত্রত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ।সোমবার কাশ্মিরের বারামুলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিমত প্রকাশ করেন।

ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তার দল জম্মু-কাশ্মির ন্যাশনাল কনফারেন্স কাজ করছেও বলেও জানান তিনি।

কাশ্মিরের জনগণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের যে দাবি জানাচ্ছে তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান ফারুক আব্দুল্লাহ।

কাশ্মির বিষয়ক নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ওই অঞ্চলের ভবিষ্যত নির্ধারণের জন্য সেখানে গণভোট দিতে বলা হয়েছে যদিও ভারত সরকার কখনোই এ প্রস্তাব মেনে নিতে রাজি হয়নি। ফারুক আব্দুল্লাহ বলেন, কাশ্মিরের জনগণের এই দাবি উপেক্ষা করা ভারত সরকারের উচিত নয়।

জম্মু-কাশ্মিরে কয়েক লাখ সেনা মোতায়েন করে রেখেছে ভারত। গত তিন দশকে সেখানে নিরাপত্তা বাহিনীর হাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। কাশ্মিরের একাংশ ভারত এবং একাংশ পাকিস্তান নিয়ন্ত্রণ করছে। দু’টি দেশই গোটা কাশ্মিরের মালিকানা দাবি করে।

তথ্যসূত্র: পার্সটুডে 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি